নক্ষত্র খচিত তিমির রাতের মিটিমিটি আলোয়
সতেজতায় প্লাবিত হয় ভালোবাসার অনুভূতি  
ধরিত্রীর তরঙ্গ বানে যার বহিঃ প্রকাশ অনিবার্য নয়  
ভালোবাসারা এমন ই হয়, যার কখনো হয় না ক্ষয় ।      


সুপ্ততায় ভালোবাসার গোলাপ ফুটে দিবানিশি
অন্তর খুঁজে বেড়ায় ভালোবাসার ভরসার রশ্মি ।
দ্রুতগামী ট্রেন চলে যাত্রীর সময়ের লাগাম ধরে
নির্লিপ্ত বিরহী আত্মার আর্তনাদ মিশে অগোচরে ।


ধ্বমনির ধাবমান ধারায় মিশে যে ভালোবাসা
বিবাদের বিভেদে দূরত্বের ওপারে অটুট সে ভরসা  
নিশ্চিত অপ্রাপ্তির আল্পনার রঙে রাঙ্গিয়ে বৈভবে আজি  
উজানের জলে ছৈহীন নায়ে, বৈঠা ছাড়া তটহীন মাঝি ।      


২৬ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ,
১০ মহররম ১৪৪১ হিজরী,
১০ সেপ্টেম্বর ২০১৯ ইং, শরৎকাল ।