তোমায় বলেছিলাম সরল পথে চলতে
কথা শুনলে না, ভ্রূকুটি কাটিয়ে চলে গেলে
অদৃশ্য আলোর পথে, খেয়ালী মনের হেয়ালিতে,
ভাবলেনা একটিবার চিরায়ত সংসার ।


সোনালি চিন্তায় হারিয়েছ খেই,
ও পথে শান্তি নেই স্বস্তি নেই ।
রুক্ষ তার সাথে সখ্যতা ছিলে না বলে
বিস্তর সবুজের সমারোহে ভেবেছ চির সবুজ ।


আলোকিত মনে করেছ আগামী
ওপারে যে অন্ধকার দেখতে পাওনি ।
ও পথে হেঁটে দেখলে তো কেমন কাঁটা
তোমার পায়ে ক্ষত চিহ্ন, এরই নাম বাস্তবতা ।


কোথায় গতি পথ পাল্টানো সে আবেগ ?
কোথায় গেলো তোমার রঙ্গিন স্বপ্ন গুলি ?
সময়ের কাছে আজ পরাজিত সৈনিক
বাস্তবতার কষাঘাতে নির্বিকার ক্লান্ত পথিক এক ।


সে দিন তুমি পৃথিবীর সমস্ত রীতি ভুলে গেলে
দেখ, কি নিষ্ঠুর ন্যায় বিচার প্রকৃতির ।
প্রবহমান সময়ের হাতটি ধরে
আজ পৃথিবী তোমায় ভুলে গেছে ।


চারপাশ শূন্যতায় ছেয়ে গেছে
কেউ নেই আজ তোমার পাশে
বাকিটা পথ যাবে এখন কিসের আশে ?
কোথায় পাবে স্বস্তি ভ্রম্মান্ডের চরা চরে ?


ঠিক ডিজিটাল সময়ের সাথে আমি যাই না
বর্তমানের সাথে তাল মিলাতে পারি না ।
তুমি এখন অনেক আধুনিক সংক্ষিপ্ত করে জামা
তাই, মনের উঠানে খুঁজে পাই না আমার তিলোত্তমা ।


দুরন্ত আবেগী মনের লাগাম টেনে ধর
সরল পথের সহচার্যে নিজের জীবন গড় ।
একটু প্রশান্তি পাবে বৈকি পড়ন্ত বিকেলে
আমার এ ভাবনা গুলি সত্যিই বড্ড সেকেলে ।


৪/০৬/২০১৭ ইংরেজি,
কল্যাণপুর, ঢাকা ।