বারে বারে ধোঁকায় বাস সরল চিন্তনে
রাখিতে প্রিয়জন নিবির বন্ধনে।
নরম মনের মানুষ কে করে অবহেলা
অলিকে জুটে কি বল, বিদায়ের বেলা ?


বুঝেও না বোঝার ভানে তীর্থের কাক
দুনিয়া ব্যাপি রেখে যেতে হবে হাক ডাক।
নিভৃতে রবে অর্জিত যস কিছু কাল পরে
স্মৃতিতে এ খ্যাতি আসবেনা মাটির ঘরে।


কেন এতো সন্ধান অর্থ বিত্তের
ও সব দিয়ে, সুখ মেলে কি চিত্তের ?
পাহাড় সমান সম্পদ রবে ভূপৃষ্ঠের মাঝে
পরপারে আসবে কি তা কোন কাজে?


রচনা কাল, ৩১ ডিসেম্বর, ২০২৩ ইং বেলা ১১:২৫ মিনিট হতে ২ জানুয়ারি, ২০২৪ ইংরেজি বেলা ১২:০০ পর্যন্ত