অন্তরে জ্বলে খড়হীন তাপের জ্বালা
জ্বলে জ্বলে হৃদয় হয়েছে কালা |


কেউ বা জ্বলছে আপন সম্পদ হারিয়ে
কেউ বা জ্বলছে লোভের বলি হয়ে
কেউ বা জ্বলছে মিথ্যে অহমিকায়
আপন আপন সংসারে |


কেউ বা জ্বলছে অন্যের ছুড়া এসিডে
তীব্র যন্ত্রণায় বয়ে নিয়ে ক্ষত বিক্ষত শরীর |
কেউ বা জ্বলছে অন্যের দেয়া আগুনে
হারিয়ে যাহা ছিল অল্প বিস্তর সম্পদ রক্তের বিনিময়ে গচ্ছিত ধন |


কেউ বা জ্বলছে হায়ানার হিংস্র থাবায়
কেউ বা জ্বলছে অন্যায়ের প্রতিকার না পেয়ে |
কেউ বা জ্বলছে নিজ সন্তান হারিয়ে দাবানলে,
কেউ বা জ্বলছে রক্ত চোষা কুমিরের আক্রমনে |


কেউ বা জ্বলছে চোখের সামনে ঘটে যাওয়া
কিছু অশুভ কাজ দেখেও কিছু করতে না পেরে  
কেউ বা জ্বলছে অতীত স্মৃতি  স্মরণ করে |
কেউ বা জ্বলছে নিজেকে অন্যের খেলার সাথি করে |


জ্বলিতে চাহিনা এ জগত সংসারে
মুক্ত জীবনের প্রতিশ্রুতি চাই তোমাদের তরে |