খোলা আকাশের নির্মল বায়ুর গন্ধ আজ বিষাক্ত  
মানুষ নামের হায়ানারা চুষে নিচ্ছে মানুষের রক্ত ।
বসবাসের নতুন ধারা কৃত্তিমতায় অঙ্কিত
রাস্তাঘাটে মেয়েরা হচ্ছে লাঞ্চিত ।


ব্যতিক্রম কিছু করতে গেলে টিপে ধরে গলা
সাদা মনের মানুষ বলে জান নিয়ে পালা ।  
লোক চক্ষুর আড়ালে আধারে করে কাজ
খোলা চোখেও দেখা দায়... ওদের নিপুণ কারুকাজ ।    


গোলক ধাদায় ফেলে ওরা স্বার্থ করে হাসিল  
ভদ্রলোকের মুখোশে ওরা থাকে সাবলিল ।  
বসে থাকে সমাজের চালকের আসনে  
অপরের ক্ষতি করে লালসাতুর হীনমনে ।    


সব কাজেতেই জীবন যেন ওদের কাছে বাধা
স্বাধীনতা শব্দটাতে লেগে যায় ধাঁধা ।
স্বাধীনতা লুকিয়ে আছে ফুলের পাতায়
মুক্ত জীবনের পায়রাগুলি কাগজে কাতরায় ।    


চারিদিকে অদৃশ্য দেয়ালে অবরূদ্ধ চলাফেরা
চলার পথে সকলে একটা গন্ডিতে ঘেরা ।
মুক্ত জীবনের স্বাদ নেয়ার ইচ্ছা জাগে মনে
বাস্তবতা টেনে নেয় ওদেরই সামনে  
অবরুদ্ধ বেষ্টনীর ভেতর, গ্রাম শহর কিংবা পাহাড়ি উপত্যকায় ।
শান্তি চলে গেছে দূরের কোন অববাহিকায় ।    

২৩/০৫/২০১৪ ইংরেজী  
কল্যাণপুর, ঢাকা ।