এক কাতারে করলে আমায় গণ্য  
হৃদ্য ভালোবাসায় হলেম ধন্য ।  
তোমাদের মাঝে আমি অতি ক্ষুদ্র নগন্য    
কবিতার খাতায় শব্দ সাজাই যৎসামান্য ।


মনের চোখে দেখা,    
হয় কি কাব্য লেখা ?  
হাজারো লেখার ভীড়ে
পংক্তিমালা উঠবে কি নীড়ে ?

ছন্দগুলি গাছের শাখায়
নিভৃতে পল্লবে  ঘুমায়,
অপেক্ষার প্রহর গুনে, এই বুঝি দেবে কেউ ডাক
জঞ্জাল মনে ব্যঞ্জনে পড়তে প্রেমের কত বাক ।  


কল্যাণপুর, ঢাকা ।
১০ জৈষ্ঠ ১৪২১ বাংলা, ২৫/০৫/২০১৪ ইংরেজী ।