অথৈ নদী জলে থৈ থৈ
ঢেউএর তালে চলছে পরাণ মাঝির ছই ।
হেলে দোলে মাঝি গায় ভাটিয়ালি গান
কথার ভেতর ভেসে উঠে দেশ মাতৃকার টান ।


পালের নৌকা এগিয়ে যায় ঢেউ এর তালে তালে
রূপালী মাছের ঝাক পরছে তার জালে ।
পরম সুখে হুক্কা টানে ছইয়ে হেলান দিয়ে
আড়ৎদারকে মাছ দিয়ে ফিরবে টাকা নিয়ে ।  


আচমকা জলদস্যু হানা দেয় মাঝির নায়ে
শক্তির দাপটে আঘাত বসিয়ে দেয় তার গায়ে ।
বিনা কষ্টে কেষ্ট হাসিল করে জোড়ে  
শক্তিমানদের ইশারায় বিশ্বটা ঘোরে ।


লুটে নিয়ে যায় মাছ, নেয় সাধের জাল
দমকা হাওয়ায় মুহূর্তে মাঝি বেসামাল ।
নদীর প্রবল স্রোত টানে দরিয়ার দিকে
উপার্জন হারিয়ে মাঝির মন হয়ে যায় ফিকে ।


ঢেউ এর কলতান শব্দ মাঝিরদের সংকেত  
জানায় মাছের অবস্থান, কত বিস্তৃত সে স্রোতের ক্ষেত ।      
ঢেউ এর শব্দে আলোড়িত হয় না এখন পরাণ মাঝির মন
সবই যে গেছে খোয়া যা ছিল অল্প বিস্তর ধন ।  


উত্তাল ঢেউ এর মর্ম কথা বুঝে ক’জনা
অন্তরের ব্যথা বুঝাতে তীরে দেয় হানা ।
কত ঘটনা চাঁপা দেয় অথৈ জলে  
সহ্যের বাইরে গেলে আছড়ে পড়ে বিলে ।


ভেঙ্গে নিয়ে যায় কুল দানবিয় থাবায়
ক্ষয় ক্ষতির পরিমাণ তখন ভাবায় ।
পদ্মা পাড়ে জেলেদের মৎস আহরণ
দেশজোড়ে মাছের চাহিদা করছে পূরণ  ।


থৈ থৈ জলে পলির আনাগুনা
উজান থেকে ভাটিতে বিস্তর ঘর বুনা
আস্তে আস্তে ভেসে উঠে পানির উপর
বুকের জমিন বাড়িয়ে দেয় নব্য বালু চর ।  


০৫/০৬/২০১৪ ইংরেজী, ২২ জৈষ্ঠ ১৪২১ বাংলা ।
কল্যাণপুর, ঢাকা ।