সূর্যি মামা বর্ষায় দেয় ঘন ঘন আড়ি      
আকাশ জুড়ে থাকে মেঘের পাল্লা ভারী।    
কালো মেঘের আড়ালে কিরণের অবসর  
বৃষ্টির ফুঁটা যেন পড়ে ঝর ঝর ।  


বাদল ধারায় পত্র পল্লব ফিরে পায় যৌবন
ধরা তার নিপুণ খেলায় সাজায় মৌবন ।  
সবুজের সমারোহে জাগে চারিদিক
প্রেমের লীলায় মেতে উঠে পথের পথিক ।


চিলতে চিলতে হলুদ সবুজ রঙ্গে
ভালোলাগার অবাধ উপকরণ প্রকৃতির অঙ্গে ।    
বর্ষায় বৃষ্টির শন শন শব্দ দোলায় কর্ণকুহর    
বিলের পানিতে বের হয় শাপলা তোলার বহর ।


বৃষ্টিতে ভিজে কিশোরের জামা লেপ্টে থাকে গায়  
শরীরে কাঁদার গন্ধ মেখে বাড়ি ফিরে যায় ।    
বাবুই পাখির শৈল্পিক বাসা নাড়িকেলের ডালে
গুড়ি গুড়ি বর্ষণে দোলে হাওয়ার তালে তালে ।


বর্ষায় মাঝির ব্যস্ততা  খেয়া পারাপারে  
সন্ধ্যার আগেই রাখাল বালক হাতের কাজটি সারে ।
রিমঝিম রিমঝিম বৃষ্টিতে হিমেল অনুভূতি
ভালোবাসার উপখ্যানে আসে নতুন গতি ।  


"বর্ষার আয়োজন"


কল্যাণপুর, ঢাকা,
০৬ আষাঢ় ১৪২১ বঙ্গাব্দ, ২০/০৬/২০১৪ ইংরেজী,
২১ শাবান ১৪৩৫ হিজরী ।
রচনা কাল রাত ০১: ১০ মিনিট ।