উর্বশী আকাশে আজ জমেছে মেঘ
ধরার বুকে নামবে বুঝি বৃষ্টি
মরু প্রান্তর উন্মুখ হয়ে প্রহর গুনছে
বৃষ্টির ফোঁটায় ভেজাবে মাটি সবুজের সনে ।
রুপালী রোদের সাথে মেঘ বালিকা খেলছে লুকোচুরি
কালো মেঘ সাদা মেঘ ভেসে বেড়ায় আপন মনে ।
মেঘ রোদ্দুর বাদলা দিনে মরুর বুকে শীর্ণকায় বৃক্ষ
পল্লবের পসরা সাজিয়ে প্রতীক্ষা করছে দু’ফোঁটা জলের  
বৃষ্টির স্বচ্ছ পানির ছোঁয়ায় পাবে সতেজতা
লুকাবে সূর্যের দেয়া প্রখরতার গ্লানি ।
মেঘের ডানায় ভর করে আসবে হিমেল হাওয়া
এভাবেই প্রকৃতিতে ওদের আসা যাওয়া ।
মেঘের পরে রোদ হাসে, রোদের পরে মেঘ
সাগরের দুঃখে বুঝা যায় পবনের কত বেগ ।
আকাশের কান্না বৃষ্টি হয়ে ঝড়ে মেঘের ভেলায়  
পাহাড়ের কান্না নদী হয়ে সাগরে হারায় ।
দিগন্তের নীলিমায় মেঘের আনাগোনা
ও পথিক তোমার জন্য রইল শুভ কামনা ।


১৫/০৮/২০১৪ ইংরেজি ।
কল্যাণপুর, ঢাকা ।