আমি কি তোমায় একটু ছোঁয়ে দেখব ?
ক্ষণিক সুখের অনুভূতি কি দেবে আমায় ?
জানি এক্ষুনি তুমি বলবে, আমিতো সুখ নই
তোমাকে সুখ দেব কোথা থেকে ।
কথার কথামালায় পিছলে যাবে
উত্তরটা ইচ্ছে করে এড়িয়ে যাবে ।
বুঝেও করবে, না বুঝার দক্ষ অভিনয়  
সোনালি দিনের স্মৃতিগুলো হয়েছে কি ক্ষয় ?
না না এতো হবার নয়,
তোমাকে নিয়ে যে বিশ্ব করব জয় ।
প্রথম দেখা প্রহর আজো ভাসে চোখের সামনে
তোমার স্মৃতিতেও গচ্ছিত আছে, কি সুখ ছিল মিলনে ।  
এড়িয়ে যেও না আর, ধরা দাও হাতে
তুমি পারবে এ কষ্টকে সুখে ঢেকে দিতে ।
আমি কি তোমায় একটু ছোঁয়ে দেখব ?
ক্ষণিক সুখের অনুভূতি কি দেবে আমায় ?



১২:২০ মিনিট,
০৬/১১/২০১৪ ইংরেজি, কল্যাণপুর, ঢাকা-১২১৬ ।