সতেজ যৌবনা ফুলে
পতঙ্গ আহার খুঁজে হেলেদুলে
প্রস্ফুটিত ফুল ছড়ায় সৌরভ
মৌ মাছি পাখা ঝাপটিয়ে করে কলরব ।


রেণু থেকে বিলিয়ে দিয়ে মধু
ভাবে, কি দরকার ছিল শুধু শুধু
নিজ অঙ্গের রস কেন দেব বিলায়ে ?  
ক্ষুধার্থ ভ্রমর আহার পেলেতো নেবেই লুটায়ে ।


বাগান কর্তার পরি-কর্মে থাকে না অবহেলা  
অসাবধান হলেই বাগানের রূপে লাগে দোলা ।
মোহময় প্রীতি, হয়ে যায় বেহুলার গীতি
বিসর্জনে ভেসে যায় যতনে গড়া নীতি ।  


১৬/০২/২০১৫ ইংরেজি,
উত্তর বীরপুর, মাগুরা ।
রাত ০১:১৫ মিনিট ।