সময়ের আবর্তে প্রকৃতির বিবর্তন
চেনা বাস্তবতার সরল পরিবর্তন ।
প্রহেলিকার মূর্ছনায় ফিকে হয়  
গন্তব্যের গতিপথ, স্বপ্নেরা রুদ্ধ হয় ।


পিঞ্জরের দহনে ক্রান্তি লগ্নের ক্রন্দন  
সোনার তরী অদৃশ্য নোনা জলে বহমান,  
লোপ পায় উদ্দীপ্ত শৃজনী শক্তি
উত্তাল ঢেউয়ে মাঝির দরাজ উক্তি ।    


শেকড় থেকে শিখরের লক্ষ্যে ছুটে চলা
আত্মতৃপ্তির স্বীয় বলয়ে প্রাণের কথা বলা ।
বৈরী, আত্মার সম্পর্ক ছলনার  জালে  
দহনে পুড়ে সরল মন কাল কালে ।  


দিগন্ত পাড়ের ফুটন্ত রবি দিয়ে যায় আলো
রঙ্গিন রঙ্গের নেপথ্যে রয় জগতের কালো ।
শব্দ বানে শ্রবণ হেঁয়ালিতে অন্ধকার দেয় হানা
ইচ্ছে ডানার ছাওয়ারিতে হাওয়ায় উড়া মানা ।


নিষিক্ত তিক্ততায় সিক্ত দ্রোহের বার্তা দেয় কবি
এ যেন যুগে যুগে হাজারো অন্তরের জীবনের জল ছবি ।
প্রহেলিকার প্রস্থচ্ছেদের ব্যবচ্ছেদ সময়ের আলাপন
ক্ষয়ে যাওয়া একদা চঞ্চল মন রয়, নিভৃতে সঙ্গোপন ।


রাত ১ঃ২৮ মিনিট
২০/০৭/২০১৯ ইং, কল্যাণপুর, ঢাকা ।