হাতটি ধরে তোমার হাঁটিতেছি পৃথিবীর পথে
দুটি মনকে এক সাথে ভালোবাসায় বেঁধে ।
ভালোবাসার প্রতি পলক ছুঁয়ে যাচ্ছে আমায়  
কোমল ঠোঁটের আলতো ছোঁয়া ভাবিয়ে বেড়ায় ।  


নরম হাতের স্পর্শে  ইন্দ্রের মাঝে জাগে পুলক
প্রকৃতির খেলায় তৃপ্তিতে মেতে উঠে ভূ-গোলক ।
শক্তির শেকড়ে নিংড়ে দিয়ে ভালোবাসার স্মৃতি
নব দিবসে ফিরে আসে জীবনের গতি ।  


তোমাতে আমি বিশ্ব দেখি লাল সাদা রঙ্গিন রঙ্গে
সুজলা সুফলা শস্য শ্যামলা এই সবুজ বঙ্গে ।
পাহাড়ি ঝর্ণা নদীর প্রবাহে যৌবন সারা অঙ্গে
ষড় ঋতুর সঙ্গে সাজ বাহারি ঢঙ্গে ।


একএক বারে একএক বেশে দোলা দাও মনে
ক্রিয়া কর্ম সব বৃথা হয় তুমি বিহনে ।
অসময়ে তুমি সহায়, জাগাও প্রাণে আশা  
সু সময়ে হাসিতে ভাস দূর করে নিরাশা ।


ইচ্ছে করলে সাজাতে পার স্বর্গের আবাস খানি  
সুন্দরের উপমা শুধু তুমি সকল গুণের খনি ।
উষ্ণ পরশে বাহু বন্ধনে রেখ জড়িয়ে    
বিস্তর পথ পারি দেব তোমায় সঙ্গে নিয়ে ।


১৬/০২/২০১৪ ইং,
দক্ষিণ পাইকপাড়া, ঢাকা ।
রাতঃ ০১:২৮ মিনিট ।