সব কিছুই যাচ্ছে হাওয়ায় ভেসে
অর্জিত ধন মান সময়ের গহ্বরে হয়ে যায় মিছে ।  
আরাম আয়েশ প্রকৃতির নিরন্তর ভাবনা
রিক্তের বেদন নয়তো কারো কামনা ।


দিগ্বিদিক জয় করে ফিরবে আপন ঘরে
কর্ম যজ্ঞের ইতিহাস থাকবে পড়ে ।  
কেউ পাবে উৎসাহ তাতে
রাস্তা চলার নির্দেশনা পাবে যাতে ।


সমৃদ্ধ হবে দেশ পাবে খেতাব
সমাজের মধ্যে বাড়বে প্রতাপ ।  
জীবন সায়াহ্নে প্রভাব হবে ক্ষয়
মনের মাঝে উঁকি দেবে পরপারের ভয় ।


পালন কর্তার আদেশ পালনে ব্যর্থ হলে
ভূ-পৃষ্ঠের জীবন যাপন যাবে বিফলে ।
প্রচুর প্রাচুর্যের মাঝেও শূন্যতার কষ্টে
রিক্তের বেদন ধরবে আষ্টেপৃষ্ঠে ।  


কল্যাণপুর, ঢাকা ।
০৯/০৬/২০১৪ ইংরেজী, ২৬ জৈষ্ঠ ১৪২১ বঙ্গাব্দ,
১০ শাবান ১৪৩৫ হিজরী ।
২৩:১৭ মিনিট ।