তোমার প্রতিটি কথা আমার কানে
স্পষ্ট ভাবে আজও প্রতিধ্বনিত হয়
সবার সাথে দুষ্টুমি করা  
কাউকে বোকা বানিয়ে মুচকি হাসা
এক সাথে আনন্দ করা সব কিছুই
মনের আয়নায় প্রতিবিম্ব হয়ে ভাসে দৃষ্টি পটে ।


অনেক সময় অতিবাহিত করেছি
একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিয়েছি ।  
অনেক প্রতিকূলতার মধ্যে ও ছিলাম অবিচল
ঐ সময়টাতে কত না ছিল মনোবল ।
মনে পড়ে গ্রামের সেই কৃষ্ণচূড়া গাছের নিচে
শিমুল তোলার জন্য আমাদের সে কি কাণ্ড ।
তুমি হাসছিলে সবার বাঁধ ভাঙ্গা আনন্দে ।  
তোমার হাসি দেখে সবাই এমন ভাবে হাসছিল
আমার দিকে তাকিয়ে লজ্জায় হয়েছিলে লাল ।  


এক সঙ্গে চলতে চলতে কখন যে
চাওয়া পাওয়ার মধ্যে কিঞ্চিত পরিবর্তন এসেছিল
তার পর ও যোগাযোগ ছিল একদম সাধারণ ।
শুধু কথা বলার সময়টা বাড়িয়েছিলাম
জানি না তুমি বুঝতে কি না ?
কোন সুরে বাজছে আমার মনের বীণা ।


মনের মাঝে অনেক ভয় কাজ করছিল
যদি তুমি অন্য ভাবে কথাটাকে মূল্যায়ন কর
যদি ছিন্ন কর বন্ধুত্বের বন্ধন
তাই সাহস করে ভাললাগার কথাটা বলা হয়ে ওঠেনি
মনের ভিতরেই রয়ে গেছে সুপ্ত ভালবাসা ।