প্রভাতের শ্যামল শুভ্র শান্ত নিঝুম পরিবেশে
সোনালি ফসলের ক্ষেতে দক্ষিণা বাতাসে
উর্বর বুকে আনন্দের ঢেউ বয়ে গেল তোমার পরশে ।
দুষ্টু পাখির মিষ্টি গান
শুনলে পরে থাকবে না কোন অভিমান,
সামনের দিকে তাকালেই চোখ ধাদানো সবুজের সমীরণ,  
ওহ‌ ! কিজে মন মুগ্ধকর সকাল,
এর স্বাদ গন্ধ বুঝতে হলে আসতে হবে গাঁয়,  
হৃদয়ের কোনায় কোনায় ছন্দ নেচে যায় ।  
এ জন্যই বাংলার ছেলে ঘরে ফিরে নাড়ির টানে,
থাকতে পারে না এমন রূপের সান্নিধ্য বিহনে ।
সূর্যের রশ্মি উঁকি দিচ্ছে গাছের শাখায়  
এমন সুন্দর প্রকৃতির দেখা মেলে রূপসী বাংলায় ।
রাখাল ছেলে গরুর পাল নিয়ে যাচ্ছে মাঠে  
লাঙ্গলটিও তার সঙ্গে আছে সুঠাম দেহী পিঠে ।
খালের জলে মাছ ধরছে দুরন্ত সব ছেলে
ব্যস্ত সবাই দেখতে, কার কটা মাছ মিলে ।    
পলর তলে ফেলতে হবে আস্ত একটা বোয়াল,
গায়ে কাঁদা মাটির আস্তর সেদিকে নাই খেয়াল ।  
শিমুলের রঙ্গে মন রাঙ্গিয়ে ধরেছি বাড়ির পথ
হাতছানি দিয়ে ছায়া হচ্ছে আটপৌরে অশ্বথ ।  


২৩ চৈত্র ১৪২০ বাংলা ,০৬/০৪/২০১৪ ইংরেজী ।
কল্যাণপুর, ঢাকা -১২১৬ ।