প্রকৃতির শুভ্রতায় শোভিত হতে চাচ্ছে মন
কর্মের ব্যস্ততায় সময় করে বারণ।
ইচ্ছে গুলি থেকে যায় অতৃপ্তির অন্ধকারে
আপন খেয়ালের চাকা চলে ভবের মাজারে ।


শ্যামল কানন সবুজের সতেজ পরশে ডাকে
ময়না টিয়া সুরে সুরে ডাকে ডালের ফাঁকে ।
আন্দোলিত করে মন স্বপ্নেও করে বিচরণ
প্রাকৃতিক অবয়বে মোহিত হৃদয়ে ছন্দের জাগরণ ।


শুভ্র বায়ুতে খানিক তৃপ্তি সময় করে নেয় হরণ    
পড়ন্ত বিকেলের আলো আঁধারে আরো কিছুক্ষণ  
তোমার কণ্ঠে কবিতা আবৃতি ভাল লাগছে
সোনালি দিনগুলি ফিরে পেতে ভীষণ ইচ্ছে করছে ।


আপন সত্তার বিসর্জনে মিলে না প্রশান্তির সুখ  
অবারিত চলার পথ থমকে দাঁড়ায়ে ধেয়ে আসে দুখ ।
কোন এক শূন্যতায় উত্তাল ঢেউয়ের শব্দে কাঁপে দরিয়া  
পাড়ে আঘাত করে তৃপ্ত হবে বলে হয়ে উঠে মরিয়া ।


শূন্য স্থান পূরণ হয় প্রকৃতির ধারায়
তোমার শূন্যতা শুধু আমাতে মিলায়
বিহ্বল হৃদয় খুঁজে বেড়ায় ভালোবাসা
চাহিদার চাদরে শুধু নিত্য নিরাশা ।


০১/০৮/২০১৭ ইংরেজি ।
কল্যাণপুর, ঢাকা ।
রাত১২১৪ মিনিট ।