তোমার স্মৃতির ব্যঞ্জনা
হাজারো দুঃখ কষ্ট আর যন্ত্রণা ।
সুখের জন্য ছেড়েছ মন
ভুলেছ কি অবসাদের ক্ষণ ।


ভালোবাসাকে করে মাটি
অন্য পথে যাও হাঁটি
বিঁধিয়ে গায়ে সুচালো কাঁটা
ঝরিয়ে লাল রক্তের ফোঁটা ।  


হৃদয় মাঝে এনে সুখের জলপ্রপাত  
কেন তব ললাটে রেখেছিলে হাত ?
সেই তো করলে করুণ পরিণতি
তুমি করে গেলে নিজের গতি ।


তুমি যদি সুখে থাক ঐ স্বপ্নিল পথে  
ভুল করেও এসো না এ জীবন রথে ।
তোমার দেয়া ভালোবাসার আঘাতে
নিজ দুঃখ সয়ে গেছে কোন মতে ।


তোমায় নিয়ে আর ভাবার ইচ্ছা আমার নাই
ভিন্ন ধারায় জীবনটাকে গড়িয়ে নিতে চাই ।
কিন্তু স্বর্ণ ক্ষণের স্মৃতিরা বার বার হানা দেয় মনে
তোমার নষ্ট স্মৃতির কষ্টের ব্যঞ্জনা রয়ে গেছে হৃদয় গহিনে ।    


৩১/০৭/২০১৩ ইং,