কন্যা কুমারী জায়া, তোমার কেন এত ছল ?
সুখ গড়িয়ে গেলে পড়ে রবে চোখের জল ।
আবেগের তারনায় জড়িয়ে মায়াজাল
প্রিয় মানুষের জীবন করছ বেহাল ।  


পাথর শিলা নও, তুমি মোহময় রমণী  
ভালোবাসার অতল সাগরে রেখে যাও গ্লানি ।
মনকে প্রাধান্য দিয়ে বাড়াও বিপদ
তুচ্ছ করো সব থাকতে নিরাপদ ।


ছলাৎ ছলাৎ শব্দে জল গঙ্গায় মিশে
কুয়াশা বিন্দু জড়ো হয় ধানের শীষে ।
সূর্যের আলোতে মুক্তা মনে হয়
প্রখরতা বাড়ার সাথে সাথে হয়ে যায় ক্ষয় ।


জীবনের দীপ্তি এমনই ক্ষণিকের  
রসদ ফুরালে আলো নিভে প্রদীপের ।
ছলা কলা বিষাদের চারণ ভূমি
ধীরে ধীরে ভালোবাসার প্রসারতা যাচ্ছে কমি ।


মনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে সন্দেহের বিষ
আর চোখে তাকায় যারা বাজায় আনন্দে শিস ।
হৃদয় পিঞ্জরে তৈরি হলে ছলনার দেয়াল
অবশেষে রাখবে কি কেউ তোমার খেয়াল ?


২৪/১২/২০১৩ ইং,
দক্ষিন পাইকপাড়া ।