তুমি আমাকে বলেছিলে কথ্য প্রেমিক
কথার মধ্যে কি এক মোহময়তা কাজ করে তোমার ভেতর
মাঝে মধ্যে তুমি হারিয়ে যাও আমার ভেতর
কোথাও কি মায়ার জাল এখানে দেখতে পাও ?
যেখানে বারে বারে তুমি আটকে যাও ।


কথ্য প্রেমিক !  
তোমার কথাটা না আমার খুব ভাল লেগেছে
এভাবে ভাবা হয়নি কখনো
আমার কথায় ও মানুষ মুগ্ধ হতে পারে
ভাবতেই পারছিনা আহা !


সারাটা জীবন গেল ছন্নছাড়া
এই শেষ বেলায় এসে
তুমি কি পেলে বলতো ?
প্রেমিক তো হতে পারলাম না
তবুও ভাল ঐ প্রেমিক শব্দটা সাথে আছে
কথ্য প্রেমিক !


তোমার মনের জানালায় যখন
এই প্রেম শব্দটা উঁকি দিচ্ছে
খিড়কি খুলে ছুঁয়ে দেখ না স্পর্শটা কেমন লাগে  
ভাল লাগলে একটু সময় শ্রাবণের বর্ষনে না হয়
দুটি হাত ধরে হাঁটব কিছুটা পথ ।


গ্রামের মেঠো পথে গরুর গাড়ীর চাকায় পিষ্ট কাঁদা  
না হয় লাগল একটু পায়ে ।
অনুভুতিটাতো থেকে যাবে আমাদের গায়ে
শিহরিত হবে ক্ষণ ভাসবে মন ।


অতীত হয়ে গেলে ভবিষ্যতের বর্তমানে
এই সময়গুলো আমাকে মনে করিয়ে দেবে তোমায়
কথ্য প্রেমিক ছিল এক !
মৃদু হাসবে চাঁদের দিকে তাকিয়ে কিছুটা সময় ভাববে
দীর্ঘশ্বাস ফেলে আবার ব্যস্ততায় মগ্ন হবে ।  


কখনো দেখিনি তাকে,  
হৃদয়ের অনুভুতিতে স্পর্শ করেছিলাম যাকে ।
সম্মুখে দেখা হয়নি তার মুখাবয়ব কেমন,
তার চাহনি কেমন, তার ব্যবহার কেমন,  
শুধু কন্ঠটাকে শুনেছি তাকেই ভালোবেসেছি
কথ্য প্রেমিক !


দেখ ভালোবাসার কত ধরণ
আমাদেরটা কেমন রকম ?
ধরা নেই ছোঁয়া নেই ভালোবাসা হয়ে গেলো
এ এক অদ্ভুত মায়াজাল তাইনা  
কথ্য প্রেমিক ! ভালো থেকো ।


১২/০৭/২০১৭ ইংরেজি ।