( অনেক দিন আগের লেখা এই কবিতা স্কুল ম্যাগাজিনে দেবার জন্য লিখেছিলাম কিন্তু স্যারের মন্তব্য ছিল অনেক ভাল কবিতা লিখেছ স্কুলে ছোট ছোট ছেলে আছে তাই এটা দেওয়া সম্ভব হবে না । অগত্যা আর কি করা একটা গল্প লিখে দিয়েছিলাম স্যারকে ম্যাগাজিনে ছাপানোর জন্য । এর পর থেকে এই কবিতা এতদিন ডায়রির মাঝে ঘুমিয়ে ছিল । এখানে কবি বন্ধুদের ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে কবিতাটা পোস্ট করার ইচ্ছে জাগল তাই পোস্ট করলাম, কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই প্রত্যাশায় আমন্ত্রণ কবিতাতে । সকলে সব সময় সুন্দর থাকবেন ভাল থাকবেন )
  
সেই কাজল দীঘির ঘাটে প্রথম পরিচয়  
কি সুন্দর তুমি ! যতই তোমাকে দেখি ততই মুগ্ধ হই
তোমার রূপের মাঝে কি যে মায়া ভেবেই পাই না
তোমার কি আছে কি নেই কিছু বুঝতে পারি না ।


কে তুমি ? কোথা হতে এসেছ তুমি ?
এমন রূপের ঝংকার নিয়ে কোন রাজ্যে ছিলে তুমি ?
কল্পনার রাজ্যে নাকি পরীর রাজ্যে ?
এতদিন কেন আসনি তুমি ?


তোমায় দেখে আমার সব অন্ধকার দূর হয়ে যায়
তোমায় দেখলে মনে হয়
অনেক চেনা সুন্দর স্বপ্নের রাজ্যে এসে পৌঁছে গেছি  
যখন রূপের ডালা নিয়ে আসতে থাক মনে হয়
সূর্যের আলোতে স্বপ্ন দেখছি
না না এত স্বপ্ন না এটা তো বাস্তব এটাই সত্যি
তুমি এত সুন্দর কেন ? কেন এত সুন্দর তুমি ?
এতদিন কেন আসনি তুমি ?


প্রকৃতি আর তুমি রূপে রূপে একাকার
তোমার ঐ মন কারা সৌন্দর্যের বর্ণনা করতে প্রকৃতি ঠায় দাঁড়িয়ে
মৃদু বাতাসে রেশমি চুল দিচ্ছে উড়িয়ে ।
প্রকৃতির সব ভালবাসা মনে হয় তোমার জন্য
প্রকৃতির চাদরে দেখতে লাগছে অনন্য ।
তোমার মধ্যে গ্রাম বাংলার গন্ধ আছে, আছে লজ্জা
আছে পর্দা, আছে সুন্দর একটি মন ভালোবাসার ।


তোমার কথা গুলি কোকিলের মত মিষ্টি
হরিণের মত সুন্দর তোমার দৃষ্টি ।  
তোমার রূপের মাঝে কি যে মায়া ভেবেই পাই না
তোমার কি আছে কি নেই কিছু বুঝতে পারি না ।
তুমি এত সুন্দর কেন ? কেন এত সুন্দর তুমি ?
এতদিন কেন আসনি তুমি ?


বর্ষার দিনে গ্রামের মেঠো পথ দিয়ে
যখন বউঝিরা নদীর ধারে পানি আনতে যায়
তাদের সারিতে তোমাকে দেখতে বড় ভাল লাগে
কলসি কাঁখে কোমর নাচে, হৃদয়ে শিহরণ জাগে ।
তোমার চুড়ি গুলি বীণার আওয়াজ তুলে ডাকে আমায়
মন যেন সুখের আনন্দে হারায় ।


বাড়ির উঠানে নকশী কাঁথা সেলাই করতে দেখে
বেশ অপরূপ লাগে তোমাকে ।
তোমার নকশীতে আমার কল্পনার ছবি দেখতে পাই
তুমি আমার মনের কথা জান কিভাবে, কি করে জানলে ?
তোমার হাতের শিল্পকর্ম এত সুন্দর  
হৃদয় হীন মানুষের মাঝেও মনোভাব জাগাবে শিল্পের,  
মনে দাগ কাটবে তাদের কৃত কর্মের ।


এত গুন তুমি কথা হতে পেয়েছ
কে তোমাকে দিয়েছে এত গুন ?
পরম করুণাময় দিয়েছে গুণের ভাণ্ডার
রূপের ডালা তোমার সমস্ত অঙ্গে ।
রূপের বর্ণনা করে ক্লান্ত হয়ে যাবে বাহু
তবু সৌন্দর্য়ের বর্ণনা শেষ হবে না কভু ।
তুমি এত সুন্দর কেন ? কেন এত সুন্দর তুমি ?
এতদিন কেন আসনি তুমি ?