রাতভর শুনেছি বৃষ্টির গান
জলে-যৌবনে জেগেছে ধরণী
তাপবহ্নি মিলিয়েছে ম্রিয়মান
লাবণ্যময়ী হয়েছেও শ্রাবণী
বড় বিমুগ্ধ দেখি নিসর্গ সুন্দরী-
আমি জাগরী!০১


সোনালী ফসলের বিস্তৃত মাঠ
তৃপ্তির হাসিতে হাসে ফলবতী
বনবীথি মোছে ক্লান্তির ললাট-
শান্তির বার্তা পাঠায় বসুমতি,
ঘাটে ভীরে দেখি কবির সোনার তরী-
আমি জাগরী!০২


প্রাণের পদ্মে বসেছে ভ্রমর
মধুর মাধুর্যে মত্ত মধুমতি
পরশ মনি বানায় সবই সুন্দর
মিলনানন্দে মুছে গেছে যত দুর্গতি,
দেখি পল্লীজননী জাগায় মহানগরী-
আমি জাগরী!০৩


কবির দেশের সোনার মাটি
স্বর্ণালী ফলনে বড় সৃষ্টিশীল
শক্রর মুখে তা দুর্জয় ঘাঁটি
প্রতিরোধে আজন্ম সাবলীল,
সাম্যে দেখি সুরের রাণী আহা মরি-
আমি জাগরী!০৪


ফুলের বনে হাসে মধুচন্দ্রিমা
অলিকুল ব্যস্ত মধু আহরণে
আনন্দ পেরিয়েছে দৈন্যের সীমা
রাতদিন অপলক কাটে সন্ধিক্ষণে,
প্রেমের বাণী মুখে দেখি অপ্সরী-
আমি জাগরী!০৫