বাংলা আমার    পল্লীমেয়ের মুক্তবেণীর শিল্পীদোলা,
বাংলা আমার    বিশ্বক্ষুধায় তৃপ্তহাতে দরজা খোলা।


বাংলা আমার    রক্তভেজা শান্ত-সোজা চলন্ত সে রথ,
বাংলা আমার    রুদ্র-চোখে অগ্নিঝরা দুরন্ত শপথ,


বাংলা আমার    ড্রয়িং রুমে লাস্যময়ীর হাস্যমুখ,
বাংলা আমার    গর্ভবতীর স্বপ্নে দেখা চিত্ত-সুখ।


বাংলা আমার    চাষীর কাঁচি মরেও বাঁচি ক্ষুধার কঠোর রাজ্যে,
বাংলা আমার    চিরন্তনী সঞ্জীবনী বৈধব্যে ও ফুলশয্যে।


বাংলা আমার    শষ্য-মাঠে কলসী-কাখে সলজ্জ বধূ
বাংলা আমার    বজ্র-কন্ঠ সূর্য সেনা মৌচাকে মধু।


বাংলা আমার    শহীদ মিনার; মুক্ত বীণার সুতীব্র সে গান,
বাংলা আমার    বিষের বাঁশী; সোনার তরী; চিতা বহ্নিমান।


বাংলা আমার    শক্ত মুঠোর দীপ্ত-যুবক বিদ্রোহী সত্বা,
বাংলা আমার    নিমগ্ন-ধ্যান; সুতীক্ষ্ম-জ্ঞান; ঋষি তত্ববেত্তা।


বাংলা আমার    নজরুল-সুকান্ত: গণ-সঙ্গীতের সুর,
বাংলা আমার    জীবনানন্দ; আব্দুল হাকিম; রবীন্দ্র ঠাকুর।


বাংলা আমার    আমি বাংলার সবাই বাংলার ও বাঙ্গালী,
বাংলা আমার    রত্ম ভান্ডার ফসল তোলার দীপ্ত বিত্তশালী!


বাংলা আমার   এখন শিউলি-গন্ধে নিত্যি কান্দে তিক্ত জলে,
বাংলা আমার   এখন নষ্ট কালের রুষ্ট ঘায়ে কষ্টে চলে!