বাংলা ভালবাসি মুখে হাসি ফোটায় সারাক্ষণ
বাংলা আমার মায়ের মত জীবন আর মরণ
বাংলা মানিক রতন-
বাংলা মানিক রতন দেখায় স্বপন জলবতী মেঘে
সখাসখি মাখামাখি উল্লাসে-আবেগে
চলি সারাজীবন-
চলি সারা জীবন প্রফুল্ল মন বাউলিয়া বাতাসে
ধানের ক্ষেতে আঁচল পেতে তাকাই নীলাকাশে
হাসে গ্রহতারা-
হাসে গ্রহতারা দিশেহারা আনন্দ-হিল্লোলে
সোনার ধান্যে মধুনবান্নে দুঃখ সবাই ভোলে
ঘরের মা ও বধু-
ঘরের মা ও বধু যোগায় মধু তাপিত হৃদয়ে
ছোট বোন যায় শ্বশুড় বাড়ী নতুন পরিচয়ে
কাটায় ফুলশয্যা-
কাটায় ফুলশয্যা ঘুচায় লজ্জা স্বামীরই সোহাগে
পূবে ওঠে সোনার রবি মিলন-অনুরাগে
শুনি ফসলের গান-
শুনি ফসলের গান কত অফুরান লীলাবতীর হাসি
হাসির জোরে হৃদয় খুঁড়ে বেরোয় “ভালবাসি”
চায় বনের ফুল-
চায় বনের ফুল বড়ই ব্যাকুল প্রিয়ারই কবরী
বঙ্গকুমারী সাজে ভারী অনিন্দ্য সুন্দরী
আমি স্মরণ করি-
আমি স্মরণ করি দেশকে গড়ি নারী-পূরুষ মিলে
আকাশে উড়াই বিজয় নিশান শাপলা ফোটাই বিলে
আছে শিল্পী কবি-
আছে শিল্পী কবি চিরজীবি কবিতা আর গান
সবাই মিলে মুক্তদিলে দেশ করি মহান
তাইতো ভালবাসি-
বাংলা ভালবাসি হাসি-খুশী বাংলার জনগন
বিশ্ব মাঝে শ্রেষ্ঠ সাজে জাতির আলিঙ্গন
থাক সারাজীবন-
থাক সারাজীবন করিও স্মরণ অক্ষত বন্ধন
হাসি মুখে মনের সুখে শুনি যে স্পন্দন
থাক অক্ষত বন্ধন (৩ বার)