পুস্পিত যৌবনা সপ্তদশী রানু
ভালবে’সেছিল ষাটোর্ধ কবিগুরুকে,
দিব্যপ্রেমের আনন্দে সে হয়েছিল নতজানু
স’পেছিল মন-প্রাণ সবই, কিন্তু কলঙ্কিত করে নি প্রেমকে!০১


ভালবাসা-ফুল আর মধুপের মাঝে মন বিনিময়
কেবলি তা প্রেম, নয় কিছু কামজ কিংবা দেহজ,
বিশুদ্ধ আনন্দে সেখানে হাসে প্রভাত জ্যোতির্ময়
কুৎসিৎ প্রেম পালায় দ্রুত, নিঃশ্বাষ পড়ে তখন সহজ!০২


কিন্তু আজ প্রেম মানে মৈথুন, দেহজ মিলন
কামকেলীর বিছানা পাতা যত্র তত্র,
প্রেম হলো নিষ্পাপ দু’জনের নন্দিত জীবন
“রজকিনী প্রেম, নিকষিত হেম”- কাম নেই কণা মাত্র!০৩


একটি ফুল কি প্রিয়তমার নির্জন হাত
চিত্তের ব্যারোমিটারের পারদ ওঠায়- নামায়,
নির্জন ভালবাসায় ওটাই ছন্দিত তারাপাত
ওটাই শ্যামলের অমল প্রান্তে প্রেম আখ্যা পায়।০৪


দেহজ প্রেম কেবল মাত্র নোংরামি যৌনতা
নষ্ট মেয়ের ভ্রষ্ট পথে হাঁটা যার নাম,
ফুলের বনে প্রেমীরা শোনে রাতের মৌনতা-
বন্ধ্যা অপর্ণায় হিরণ ধন ফলায় যা অবিরাম!০৫