এসো চিন্ময়           কবি মহোদয়
          বঙ্গজননীর কোলে,
রবি শশী তারা           খোঁজে দিশেহারা
       মল্লিকা মালতী দোলে!০১


তোমরা দু’জন          অভিন্ন মন
          বাংলাকে ভালবাসো,
(তাই) এসো বাংলায়          সৃজনী কথায়
        যুগের যন্ত্রণা নাশো!০২


কবিতা ও গান          কাঁদে নিষ্প্রাণ
        নেই কাব্য লালিত্য,
নূতন সৃষ্টিতে          মানব কৃষ্টিতে
       লিখো প্রমিত সাহিত্য!০৩


মানব-মানবী            চায় সাম্যের কবি
          ফিরিয়ে চায় সে ছন্দ,
(এসো) বিশ্ব প্রেমিক             অসাম্প্রদায়িক
         ঢালো বিমুগ্ধ গন্ধ!০৪


পল্লী কুমারী          হাসি-খুশী ভারী
           হবে তোমাদের বধু,
(তাদের) মনে বড় আশা      দেবে ভালবাসা
            ছড়াবেও বুকের মধু!০৫


কান্না আহাজারী          বিষাদ বাহারী
            নব-সৃষ্টিতে মিলাক,
তোমাদের বাণী              মুছে নিক গ্লানি
         (সেই) জ্যৈষ্ঠ ও বৈশাখ!০৬