সমাজের ক্ষত নূতন কিছু নয়
শত যুগ ডিঙ্গিয়ে তা বাঁচে পুরাতনে,
পুরাতন বেঁচে আছে নূতনের মাঝে
যৌথ ক্রিয়ার বিক্রিয়া দুরূহ সংশোধনে!০১


জন্মগত ভাবে মানুষ পাপাসক্ত
তা সংশোধনে চাই গুনাবলীর বিকাশ,
সাধনায় অগ্রনী যত মানবিক প্রচেষ্টা
অনিয়ন্ত্রিত প্রবৃত্তি সতত ঘটায় সর্বনাশ!০২


পাপ- অপরাধ ঘটেনা একদিনে
অকালে অনাকাল বেড়েছে যুগের জঞ্জাল,
দুর্ঘট উৎকট বাড়ায় সামাজিক সংকট
উদ্ভট শক্তির তান্ডব কেড়ে নেয় সোনালী সকাল!০৩


বহু যুগের ক্ষত একদিনে নয় নিরাময়যোগ্য
গণচেতনায় গণজাগরন এতে প্রয়োজন,
অনুকুল শিক্ষায় জাগায় সত্যাম্বেষা
সুন্দর অঙ্গনে হয় তখন সাফল্যের উত্তরণ!০৪


সম্মিলিত সর্বাঙ্গীন প্রচেষ্টায়-
ঐ ক্ষত নিরাময়ে চাই সামাজিক অঙ্গীকার,
উত্তম হতে হলে অধমকে বর্জন দরকারী
রাতের অন্ধকার মোছে প্রভাত আলোর সমাহার!০৫