হিংসা বিষে ঝরবে প্রেমের বৃষ্টি
পালাবে মনের পৈশাচিকতা,
অনাসৃষ্টি মুছে হবেই শুভসৃষ্টি
আস্থায় গড়বেও বিগলিত সভ্যতা!০১


শৈল্পিক ডানা ঝাপটায়-
দিনের ক্লান্তি মোছে রাতের পাখী,
গ্রীস্মের রৌদ্রজ্বালা মোছে কদমের বরষায়
শতাব্দির স্বপ্নে রঞ্জিত শিল্পীর দু’টো আঁখি!০২


সঞ্চিত দৈন্য মোছে মুক্তবেণী-
পল্লী কুমারীর শিল্পী দোলায়,
ঘামের বিন্দুতে ডুবায় বহ্নি প্রবঞ্চিত শ্রেণী
অনাহারী খোঁজেও খাবার দুঃখের দাহিকায়!০৩


বঞ্চনা ও প্রাপ্তি-
পাশাপাশি থাকে মিলে মিশে,
প্রাচুর্যে ঘটে বঞ্চনার সমাপ্তি
প্রাপ্তিতে হাসে শিশির বিন্দু দোদুল ধানের শীষে!০৪


স্বপ্নের শিল্পী ষোড়শী কুমারী-
মন আর চোখ একত্রে স্পন্দিত জীবনের চিত্রায়ণে,
পথে চলে পথকলি-মুগ্ধ স্বপ্নচারী-
দুঃখের দ্বন্দ্বে চায় বাহারী ছন্দ বিমুগ্ধ বিশেষণে!০৫