বিদ্রোহী কবির চোখে: রজনীগন্ধা-
বনের বিধবা মেয়ে,
যখন নামে নিসর্গে মায়াময় সন্ধ্যা
তখন থেকেই রাত কাটে তার বিরহের গান গেয়ে!০১


তার শত বিরহেও জোটে না-
বহু কাঙ্খিত সূর্য -প্রেমিক,
অকুল আঁধারে তার কান্না মোছে না
বিব্রত পথ হারায়ও সন্ধ্যার-পথিক!০২


কবিতার দর্পনে কবিকে দেখা যায়
কথা ও ছন্দে বাগ্মীত কবি-জীবন,
নিজেকে হারিয়েছে কবি বৈধব্যের বরষায়
অজেয় দুঃখ-বিরহকে ও তাই করেছে আলিঙ্গন!০৩


বিধবার হাসি হাসে কবি
হৃদয়-গভীরে অসহ বিরহের বাস,
মিলনের ফুল ঝরায় অবাক পৃথিবী
সজ্জিত মালঞ্চে ওঠে তাই কাকলীর হাহুতাশ!০৪


ধুতুরার গেলাসে কবি করেছে পান
তার নয়নের নির্যাস সবখানি,
প্রিয়ার শয্যায় পেয়েছে কাঁটার সন্ধান
আজো বিশ্বে ব্যাকুল ভাসে সেই বৈধব্য-বাণী!০৫