অধ্যাপক রবীন্দ্রনাথ সরকার


কাম ও প্রেম এক কথা নয়-গভীরে বিভেদ বোনা,
ধর্ম গ্রন্থ মতেঃ কাম হলো লোহা আর প্রেম সোনা! ০১
লোহায় মরিচা ধরে তাই খ’সে খ’সে পড়ে,
শুকনো পাতা যেমন তার গাছ থেকে যায় ঝ’রে।০২
সোনার মরিচা ধরে না-খ’সে ও পড়ে না তাই
সোনার তুলনা সোনা দিয়েই চলে, আর কিছু নাই।০৩
ভোগ ও ত্যাগ যেমন এক বস্তু নয়-প্রভেদ বিস্তর,
কামে-প্রেমে তেমনি বিভেদ চলে জন্ম-জন্মান্তর!০৪
ভোগ থেকে কামতৃষ্ণা দুর্বার গতিতে ছোটে,
ত্যাগ থেকেই প্রেমের বাণী মহতের মুখে ফোটে!০৫
কাঁচকে হীরা ভেবে নেয় যত অবুঝ ও কুজন,
কাঁচে রক্ত ঝরায়, হীরা করে দ্যুতি বিচ্ছুরন!০৬
মধু ও মল মাছি দু’টোতেই বসে সবাই জানে,
এদের মাঝে বিরাট পার্থক্য-তাও এক বাক্যে মানে!০৭
মল এতই ঘৃণ্য বস্তু-যা উপমায় আসে না,
মধুর তৃপ্তি ও পুষ্টিগুণ এক কথায় ফোটে না !০৮
জাগতিক জ্ঞানে মানুষ কামকে প্রেম বলে থাকে,
প্রেম তখন কারাবন্দি হয়ে কাঁদেও বিপাকে!০৯
কাম জন্মান্ধ, অভিশপ্ত-প্রেম চক্ষুস্মান, স্বাধীন,
প্রেম দীপ্যমান, আলোকযান, দিব্য শুভাশীষ নিশিদিন!১০
মহাত্মাগন মৃত্যুঞ্জয়ী হয়েছেন এই প্রেমের জোরে,
কতজন উঁচু থেকে ডুবে গেছে অন্ধ এ কামের ঘোরে!১১
তাই কামকে প্রেম বলবো না-কাম নয়তো প্রেম,
যদি ও লোকমুখে তারা মিলে মিশে থাকে মোলায়েম!১২