বাংলার বুলবুল       বিদ্রোহী নজরুল
       দারিদ্রে জ্বলে যার বুকে চিতা,
তবু দ্রোহের বন্যায়     ভাসিয়েছে যত অন্যায়
     বজ্রবাণীতে লিখেছে ও কবিতা!০১


ছিল তার দুঃখ-অভাব      তবু নষ্ট করেনি স্বভাব
       (বরং) মনুষ্যত্ব জাগিয়েছে মহান,
ভীতি-বঞ্চনা- শোষণ      রুখেছে দৈন্যের বন্ধন
         গেয়েছেও মানুষের জয়গান!০২


জলন্ত আগুনে বসি          হেসেছেও ফুলের হাসি
         কাঁটা দেখেছে প্রিয়ার শয্যায়,
ধুতুরার গেলাস ভরি          পান করেছে অশ্রুবারি
       বৈধব্য কান্না কেঁদেছে জোছনায়!০৩


“দারিদ্র্য ” কবিতা তার           দরিদ্র্যের অহংকার
            “অগ্নিবীণা” জাগানিয়া বাঁশী,
দুঃখে ছিল স্রোতের ফুল        কাঁপিয়েছে যা মর্মমূল
         রণাঙ্গনে হেসেছেও দুর্জয় হাসি!০৪


অবিনাশী কবিত্বে             মানবিক কৃতিত্বে
       লিখে গেছে শাশ্বত রচনাবলী,
তার সৃষ্টিকর্ম            জাগায় মানব ধর্ম
      দুঃখ-অভাবেও পড়ে না টলি!০৫