ওগো মানুষ -কাছে এসে প্রাণ ভরে সুগন্ধ নাও-
সদ্যস্নাতা ষোড়শীর মনে অনিন্দ্য সুন্দর রবে,
পাখীকেও তার স্বতঃস্ফুর্ত কন্ঠেই গাইতে দাও
অন্তঃস্থ সুকুমার বৃত্তিগুলো তখনই বিকশিত হবে!০১


ওগো মানুষ-প্রথম যেদিন তোমরা পৃথিবীতে এসেছিলে
তোমাদের সঙ্গে ছিল সেদিন স্রষ্টার অমিয় বাণী,
মানবিক ইচ্ছেগুলো তোমাদের মিশেছিলো মহানীলে-
সমূদ্রগর্ভও ভরিয়েছিল সেই অমূল্য মাধুর্যখানি!০২


তারপর কত এসেছেন মহামতি-মহীয়ান
যাঁরা প্রতিচিতে ঢেলেছেন সেই একই ঐশী সুধা,
বিশ্বের কল্যাণেও তোমরা শেখোনি তাঁদের আত্মদান-
যাঁরা রক্তমূল্যেও মুনষ্যত্ব জাগাতে করেননি দ্বিধা!০৩


তোমরা শিক্ষা না নিলেও রচিত হয়েছে মানবেতিহাস
কাব্য-মাধুর্যেও এগোতে চেয়েছিল মানবিক সভ্যতা,
আজো সে কথায় তাজমহল তাকায় ব্যর্থ রুদ্ধশ্বাস
আজো সে সভ্যতার কথায় বাক্সময়ী সৃষ্টিশীল কবিতা!০৪


ওগো মানুষ-আমি প্রস্ফুটিত হবার আগেই নিহত
সেই সে ষোড়শী শতচ্ছিন্ন আজ দুর্বৃত্তের ডেরায়,
পাখীর সে কন্ঠ ঢাকে সতত প্রবাহিত বক্ষজ রক্ত
অমিয় বাণীর শিরচ্ছেদও ঘটেছে তোমাদেরই আঙিনায়!০৫