একটি পয়সা দাও গো বাবু
একটি পয়সা দাও,
যা কিছু আছে আমার কাছে
সবই তোমরা নাও!


বাবা গেছে মাঠে ফসল তুলতে
আর ফিরে আসেনি
মা আছে রোগে বিছানায় প’ড়ে
ওষুধও জোটেনি!


কুমারী বোনটি ফাঁসি নিলো
পেটে তার সন্তান,
কথা দিয়েও কালু কথা রাখেনি
নেই তার সন্ধান!


একা আমি ভিক্ষা করি তাই
পথে-বিপথে ঘুরে,
কেউ দেয় না একটি পয়সা
অভাব সংসার জুড়ে!


খাবার জোটে না একটি বেলা
দুঃখ কোথায় রাখি-
মানুষ তাকায় নোংরা চোখে
যৌবন কিসে ঢাকি?


পাড়ায় পাড়ায় কেঁদে বেড়াই
কেউ দেয় না কাজ,
কষ্ট দেখেই সুদূরে গেছে
মানুষের সমাজ!


পেটের জ্বালায় মনে হয়
রক্ত বেচে খাই,
তোমার শুধু চেয়েই দেখো
মায়া-মমতা নাই!