বনের পশু-পাখীর যন্ত্রণায় শুনি-
চলমান নষ্টকাল বদলের গান
তাই সেই বিবর্তনে জাগুক এখুনি
জনহিতে নিবেদিত সাহসী সন্তান,
বুকের মধু প্রাণে প্রাণে দিক সঞ্চিতা-
বিশ্বকাব্য চায় একটি গণ কবিতা!০১


সমূদ্র গর্জনে দেখি ঐ স্বর্ণালী দিন-
সবুজে-সম্পদেই বিচিত্র জেগে ওঠে
সামাজিক অপশক্তি অকাম্য প্রবীণ
রুদ্রের বিদ্রোহ লুটেও বিষাক্ত ঠোঁটে,
বঞ্চনা-বহ্নিতে রোষাগ্নি ঢালে পতিতা-
বিশ্বকাব্য চায় একটি গণ কবিতা !০২


আত্মিক পতন রোধে সত্যও সুন্দর-
সামগ্রিক উন্ময়নে আনুক সমৃদ্ধি
ভেঙ্গে যাক আত্মঘাতী-হায়েনা-বন্দর
জনতা নয় জনশক্তিই হোক বৃদ্ধি,
শোষনের বিলুপ্তি দ্যাখে অপরাজিতা-
বিশ্বকাব্য চায় একটি গণ কবিতা!০৩


বিষভান্ড আজ সুধাভান্ড হয়ে যাক -
সমাজ অঙ্গে হোক মানবিক উন্মেষ
হিংস্রতা নির্মূলে মনুষ্যত্বই গজাক
রক্ত আর কান্না হোক এখনি নিঃশেষ,
বৈশ্বিক ঐক্য গড়ুক সাম্য ও সখ্যতা-
গণ কবিতা জন্ম দিক যন্ত্র সভ্যতা !০৪