রুটির দোকানে দরিদ্র কবি        বন্দি যেন জনতার ছবি
কত তৃপ্তি পেয়েছিলে স্বদেশ তুমি?
এ তুমি কেমন জননী         কবিকে সুপ্রতীষ্ঠা দাওনি
তাইতো কবিবাণী বঞ্চিত বিশ্বভূমি??০১
আজীবন কবি লিখে গেলে      আঁধারে প্রদীপ উঠতো জ্ব’লে
সংকটের সভ্যতা পেত দিক নির্দেশ,
মানুষের জন্য পৃথিবী        গড়ে দিত নজরুল কবি
মানবিক মানুষে সাজতোও  মহাদেশ!০২
আছে তোমার কোটি সন্তান        ক’জন তারা কবির সমান?
এমন জন্ম সহস্রাব্দে একবার,
আকাশ-বাতাস কাঁদে         অকাম্য বঞ্চনার প্রতিবাদে
সাগর-বনানীতে ওঠে হাহাকার!০৩
আজ তোমার একি দুর্গতি    রক্ত কান্নায় বাড়াচ্ছে ক্ষতি
জনপদ শোষণ-বঞ্চনা পিষ্ট,
পেছনের যত কবির কর্ম     ইঙ্গিত করে বাঁচার ধর্ম
বঞ্চনা-বিষে বিশ্ব কবিতে আকৃষ্ট!০৪