হায় দেশ জননী-
কোলে পেয়েও হারিয়েছো অনন্য প্রতিভা-খনি!০১
নজরুল সমতুল্য কবি-
যুগে যুগে একবার পায় সমকালীন পৃথিবী!০২
তার রোগ-পান্ডুর অসহায় মুখে-
বুকের না-বলা বাণী কাঁদছেই ধুকে ধুকে!০৩
শোষণ বঞ্চণা উৎপীড়ন-
আজ সাম্যের কবির চায় বজ্রের আলিঙ্গন!০৪
ঘরে-বাইরে চারিদিকে যুদ্ধ-
কবি যোদ্ধাকে আজ ডাকে অশান্ত অনিরুদ্ধ!০৫
ফিরে এসো বাংলার বুলবুল-
যুদ্ধের ময়দানেও প্রেমসঙ্গীত গাও নির্ভুল!০৬
নও তুমি মৃত্যুক্ষুধা, বিধবার হাসি-
তুমি আমৃত্যু মানবিক সূর্য, মিলন রাতের আনন্দ রাশি!০৭
তুমি নও ফেলে যাওয়া মালা কুলহারা নদীস্রোতে-
তুমি প্রিয়ার খোঁপার ফুল, গানের বুলবুল এ মাটিতে!০৮