ফুলকে আজ শুধালাম আমি-
                     তুমি কেন এত গন্ধ ঢালো?
                     উত্তর শুনলাম ফুলের কন্ঠে-
          আঁধার মুছতে চায় জোনাকীর আলো,
         সূর্য মুখী কত সুখী প্রেমে হাসে বিস্তর-
                             হে অমিয় সুন্দর!০১


                 চঞ্চল ঝর্ণাকেও আজ শুধালাম-
                কেন তুমি চাও সাগরের সন্ধান?
              প্রফুল্ল মেয়ে শোনালো গান গেয়ে-
         তোমাদের তৃষ্ণায় নদী করে আত্মদান,
        শাপলা কুমারী শালুকে ধন্য জীবন ভর-
                             হে অমিয় সুন্দর!০২


                 বিস্তৃত মাঠকে বিস্মিত শুধালাম-
                   তুমি কেন এত ফসল ফলাও?
                 মাঠের বিস্তৃতি আনে কত স্মৃতি-
            তোমরা প্রাণী কেন ক্ষুধায় অন্ন চাও?
   বিশ্বের ক্ষুধায় তুমিও সুধা দাও প্রভূ যুগন্ধর-
                            হে অমিয় সুন্দর! ০৩


   কিষাণ-কিষানি বিমুগ্ধ হাসে সুখের উঠোনে-
কোবিদ অনাবিল সৃষ্টিশীল নিজ গৃহকোণে!০৪