বাঁকা ওই অর্ধেক চাঁদ-
আকাশে মলিন দোলে,
মৃত্যু চিন্তায় গোনেও প্রমাদ-
শোকাকুল মা শিশুটি কোলে!০১


বিয়ের বাসরে ব’সে কনে
দাম্পত্য সুখ দেখে যায়,
স্বপ্ন রূপায়িত করবেই সে জীবনে
পূর্ণিমা রাত্রির বিছানায়!০২


জীবনের সুতীব্র  চিৎকারে ওঠে
প্রসূতির প্রসব বেদনা,
প্রভাতী উত্তেজনায় গাছে ফুল ফোটে
সুগন্ধ মুছে নেয় কাঁটার যন্ত্রণা!০৩


রবিরায়ের সুপঠিত কবিতায়-
মৃত্যু হলো শ্যাম সমান,
জীবন ছুটে চলে মৃত্যুর ঠিকানায়
তবু মৃত্যু মাঝে বীর করে জীবনের সন্ধান!০৪


মানুষ জীবন নাটকের পাত্র-পাত্রী
পৃথিবীটা রঙ্গমঞ্চ এখানে,
পরাধীন অভিনয় ও চলে দিবারাত্রী
ফোটা ও ঝরার আনন্দ বেদনা থাকেই বাগানে!০৫