চিরসাথী আজো আমরা দু’জন
                    নীলাকাশ তলে,
   বাইরে বাদল ভেতরে কেন যে
                      এ দহন চলে!০১


      জলেও বাগানে চির যৌবনে
                       ছিলাম অবুঝ,
         কেটেছে সময় সদা নির্ভয়
                      শ্যামল সবুজ!০২


    তোমার গভীরে আমার প্রবেশ
                   তুমি আছো মনে,
    মনকে শুধাই পাশে দেখে যাই
                      তুমি জাগরণে!০৩


    সুখে-অনুরাগে জীবন কেটেছে
                       বুঝিনি দু’জন,
      দিনের শেষে অবেলায় এসে
                    কেঁদে ওঠে মন!০৪


কিখেলা খেলেছি বালুতে বেঁধেছি
                      কাঁচের এ ঘর,
          হে অন্তর্যামী বাঁচাও তুমি
                       কাঁদে অন্তর!০৫