কবি-শতদল স্বচ্ছ ফোটায় প্রভাতের পূর্বরাগ-
মুক্তা ফলায় সমূদ্র-গভীরে, জাগায় এ ভূ-ভাগ।০১
কবি-শতদলে বিকশিত হয় যুগের চিত্রপট-
মানুষের কাম্য-অকাম্য বিষয় সহ সভ্যতার সংকট।০২
কবি-শতদলে কথা বলে খচিত নক্ষত্রের পতন-
জাগে যত অচেতন, দলন-পীড়ন হয় বিমোচন!০৩
কবি-শতদলে ফোটে তারুণ্যের নির্ভয় দীপ্তি-
রোগ-পান্ডুর মুখে জাগে রাজভোগের মহাতৃপ্তি!০৪
কবি-শতদল নির্মল ফোটায় যৌবনের লাবণ্য-
দৈন্যে হাসায় প্রসন্নে মাতায় ঝরাফুল অনন্য।০৫
কবি-শতদলে উচ্ছল হাসে উজ্জল নীলমণি-
বৈধব্যে হাসে শ্রাবণী, দারিদ্র্যে হাসে হীরার খনি।০৬
কবি-শতদলে মরাডালে ফোটায় নবীন পত্রপল্লব-
মরুতে ফলায় ফুল-ফল, অসম্ভবকেও করে সম্ভব।০৭
কবি-শতদল জাগায় বঞ্চিতে, জনহিতেও জীবন দান-
করায় যুদ্ধজয়, চিন্ময় করে যত প্রেমের আহ্বান।০৮
কবি-শতদলে নায়ক-নায়িকা মৃত্যুঞ্জয়ী কথা বলে-
গড়ে ওঠে কালজয়ী তাজমহল হৃদয়ের মখমলে।০৯
কবি-শতদলে রবি-শশী-তারা জ্যোতি ঢালে চিরদিন-
কাব্যসুধায় তৃপ্তি বাড়ায়, সহস্রাব্দেও থাকে অমলিন।১০