আসুন মানুষকে মানুষ বলি
শ্রেষ্ঠের মর্যাদা দেই,
ঘৃণা অবজ্ঞায় কাউকে যাবো না দলি
সবার ভালবাসাও প্রাণ ভরে নেই!০১


মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ
দেবো তাই শ্রেষ্ঠের মর্যাদা,
পাশবিকতা জীবনে নিকৃষ্ট
মানবিক বিকাশে মানবোনা বাঁধা!০২


কাঁটা সরিয়ে গোলাপ নেবো
হিংস্রতা ফেলে চাই মনুষ্যত্ব,
গোলাপের গন্ধ সানন্দে দেবো
ভালবাসার মাধুর্যে হাসবেই মহত্ব!০৩


মানবিক মর্যাদায় বড় হয় মানুষ
অবহেলায় ঘটে মানবাধিকার লঙ্ঘন,
নিয়ম ভঙ্গে বিশৃংখল নারী-পূরুষ
মনুষ্যত্বে অবাধে করে কলংক লেপন!০৪


বনের ফুল ফোটানোর জন্য
বাতাসে থাকে প্রভাতী উত্তেজনা,
ভালবাসা জীবনে মহৎ শক্তি অনন্য
মানবিক বিকাশে যা দেয় প্রোণদনা!০৫