মৃত্যুর আগেই বাঁচবো সবাই
“মানুষ” পরিচয়ে,
মানব কল্যাণে জীবন-পণ
লড়বো বিশ্বজয়ে !


বর্ণ-বৈষম্য ভুলবো সবাই
গড়বো সুশীল-সমাজ,
জনপদ থেকে মুছে দেবো সব
হিংসার কালো-সাঁঝ !


অহিংস প্রেমে সবংশে জাগাবো
বিশ্বের (সকল) পুরুষ-নারী,
সন্ত্রাস-দুর্নীতিও মুছবো ঐক্যে
শান্তি-সাম্য তাই আসবে ও দরকারী !


শ্রেষ্ঠ জীবনের উৎকৃষ্ট অবদানে
বিলাবো জীবনের মধু,
প্রতি জনপদ হবে তাই নিরাপদ
হাসবেও সব বৃদ্ধ-শিশু-বধু !


বিশ্বভূবন চেয়ে আছে উন্মন
বিবেকবানের মুখে,
মনুষ্যত্ব গড়বো তাই সবার সত্ত্বায়
দিগন্ত জুড়ে চিত্তসুখে !


জীবন যুদ্ধেও জয়ী হব সবাই
যদিও (তা) কঠিন কাজ তবু,
ফুলের মৌসুমে তখন হাসবে জোছনা
তৃপ্তও হবেন (এতে) বিশ্বপ্রভূ !