মানুষ কে ভালবাসা কি ভুল-
মহা ভুল কি সেই মানুষকে বিশ্বাস করা?
শ্রেষ্ঠত্বহীন শ্রেষ্ঠের পায়ে তাই কাঁদে বনফুল
বনের পশু-পাখীও ভুলে গেছে আজ সুন্দর বসুন্ধরা।!০১

সত্য ও সুন্দর প্রসূত মানব জীবন
তাই অজান্তেই জমে অনেক জীবন-ঋণ,
কুটিল সংসারের জটিল অন্ধকারে ঢাকে সূর্য কিরণ
মানবিক মহত্ব তাই সতত পিষ্ট অনুদিন নিশিদিন!০২

কোথায় বাঁচবে প্রজন্ম ও সুশীল সমাজ?
বনের পশু-পাখীরাও আজ নিরাপদ আশ্রয় খোঁজে,
লাঞ্ছিত মানবতা চায় সত্যাশ্রয়ীর প্রেমময় কারুকাজ
গণধর্ষিতাকে দেখে আজ শুভ্র কুমারীও রক্তাক্ত চক্ষু বোজে!০৩

মানব-কঙ্কাল মাড়িয়ে বেপরোয়া ছুটেছে যন্ত্রসভ্যতা
বিবেক-প্রেম-মনুষ্যত্ব বিপর্যস্ত হয়ে মিশেছে মহাশুণ্যে,
মৈত্রীবন্ধনে তাই গড়ে ওঠে নি আজো বিশ্বজনীন সখ্যতা
নিসর্গ-নন্দিনীও তাইতো ক্ষত-বিক্ষত দুর্বৃত্তের অভয়ারণ্যে০৪?

বিপন্ন মানবতা আজ নির্বাসিত মনুষ্যত্বের উন্মেষ চায়
মানবিক সভ্যতা তাইতো বিধ্বস্ত মালঞ্চে অশান্ত কাঁদে-
গণবিষ্ফোরণে নয়- জাগতে চায় তা মানব মিলন মেলায়
বৈশ্বিক শান্তি তাই প্রয়োজন রমণীয় প্রার্থণার আশির্বাদে!০৫