সহজ কথায় আনত মাথায় লিখি কঠিন কাহিনী
কিন্তু মহীরুহ ভাঙ্গে কি কখনো মলয় সমীরে?
দাবদাহে বৃষ্টি নামায় জানি মেঘমল্লার রাগিণী
কিন্তু রাগস্রষ্টা কি তৃপ্তি পেয়েছে মনের গভীরে??০১


কোলের সন্তান আজ অনেক বড়ই হয়েছে
জগৎ বন্দিত সে প্রতিভা কতটুকু মা’কে দেয় আনন্দ?
ধাত্রীর হাতে কেউ কেউ এ পৃথিবীর আলো দেখেছে
তারা সুদিনে ফিরিয়ে দেয় কি সে দুর্গত ধাত্রীর স্বাচ্ছন্দ??০২


কবি নজরুল গেয়েছেনঃ “বনের পাখীরে কে রাখে চিনে”
অথবা “গীত শেষে বীণা/পড়ে থাকে ধূলি মাঝে,”
কিন্তু শরতের শিউলি অঙ্গার হয় গ্রীষ্মের প্রখর দিনে
দিনান্তের গরিষ্ঠ যাত্রীই পথ হারায় অন্ধকার সাঁঝে!০৩


সত্যনিষ্ঠ জীবনেই কেন এমন হয় হে মহিমময়-
কাঙ্খিত সাফল্য কোথায় কুমারীর বিক্ষত দীর্ঘশ্বাষে?
জীবনের অভীষ্টে সান্ত্বনা কি এতই দুঃসাধ্য, দুর্জয়-
অক্সিজেন কি এতই মহাদুর্লভ ধন যুদ্ধের মহাকাশে??০৪


কবে নিঃশেষে শেষ হবে খণ্ডিত মনুষত্বের এ রক্তযুদ্ধ-
কামান্ধ পিশাচী কবে নির্বাসিত হবে বিষাক্ত মন থেকে?
ক্ষুব্ধ জীবন কবে হবে বিশ্বপ্রেমিক, শান্তিকামী  অনিরুদ্ধ-
কবে শুনবো সাম্য ও মৈত্রীর বাণী মহত্বের অভিষেকে ??০৫