রবীন্দ্র-নজরুলের মাধুর্য মন্দিত ভূবন,
উন্মত্ত জীবনে কখনো তার হয় না আস্বাদন!০১
মহাশুন্যের মেঘমালা এখানে দাবদাহে ভাসে,
হৈমন্তী হলুদ বৃন্তেও পল্লব বসন্ত বাতাসে হাসে!০২
সুধাহীন হৃদয় কখনো বোঝে না সুধার স্বাদ,
অমানিশায় হাসে না কখনো পূর্ণিমার দীপ্ত চাঁদ!০৩
তাঁদের ভূবনটি আজন্ম মধুনবান্নে সমৃদ্ধ,
রসময়ীর রসে নিমগ্ন বণিতা-আবাল-বৃদ্ধ!০৪
সমূদ্রের গর্ভে ঝিনুক কিন্তু থাকে বালুকাময়,
সেই ঝিনুকের গর্ভ থেকেই মুক্তা নিতে হয়!০৫
হৃদয়ের গভীরে থাকেন এই রবীন্দ্র-নজরুল,
মুক্তার মতই অতল স্পর্শী তাঁদের মর্মমূল!০৬
মুক্তা শোভে রাণীর মূকুটে বহু মূল্যবান,
এ দু’য়ের প্রতিভা সভ্য-জীবনে তেমনই দীপ্যমান!০৭
এ দু’জনেই মানব প্রেমিক, কল্যান চেয়েছেন সবার,
মানুষের গানে জীবন দর্শনে গড়েছেন সৃষ্টি সম্ভার!০৮
ভোরের আলো থেকে সাঁঝের মায়া-তাঁরা সূর্যের সাথী,
তাঁদের বাগানে ফোটা ফুলে আসুন বাস্তবের মালা গাঁথি!০৯
সভ্যতার এ ক্রান্তিলগ্নে তাই বড়ই প্রয়োজন,
জাতি সত্বায় নূতন করে হোক তাঁদের উদ্বোধন!১০
সত্যনিষ্ঠ মুগ্ধ পথে তাঁরাই অগ্র পথিক,
তাঁদের প্রতিভায় ঘটবেই উত্তরণ-আত্মিক ও জাগতিক!১১
জাতি-ধর্ম নির্বিশেষে সবাই এবার জেগে উঠুন,
তাঁদের মতাদর্শ বাস্তবায়নে মানবিক সভ্যতা গড়ুন!১২