নিজের প্রাণের প্রদীপ আপ্রাণ জ্বেলে
কবিদের চলে আলোদান,
দুঃখের রক্তশিখা নেভায় সৃজনী ধারায়
নিবেদিতার প্রাণে শোনে কবি বেদনার গান!০১


লক্ষযোজন দূরে থেকেও কবি মহামতি
সবার হৃদয়-আঙিনায় করে বসবাস,
ফুলের মধু দূর থেকে চেনে যত মধুকর
প্রজাপতি দ্রুতগতি চায় ফুলে ফুলে মধুমাস!০২


সমাধির সবুজ ঘাসে জীবন হাসে
সৃষ্টিশীল কবির কাব্যসুধায়,
কবি নজরুল লিখে গেছে প্রতিকুল
আমৃত্যু জ্বলে গেছে বৈধব্য যন্ত্রণায়!০৩


রাজপরিবারে জন্মেও কবি রবিরায়
পেয়েছেও শোক, অপমান আর অবহেলা,
দরিদ্রের মহাকবি বাংলার দুঃখী নজরুল-
সুতীব্র দহনে কাটিয়েছে জীবনবেলা!০৪


জীবনের বিষ নিজে পান করে কবি
সুধা যত বিলিয়ে যায় প্রতিজনে জনে,
বেদনার অর্ঘ্যে তাদের করে যাই স্মৃতিচারণ
জন্ম জন্মান্তর থাক তারা এ অশ্রুসিক্ত জীবনে!০৫