ফুলদলে হাসে রক্তচিহ্ন
মেঘে মেঘে উত্তাল বজ্রবাণী,
বৈধব্য জ্বালায় বক্ষবিদীর্ণ
ফুলবিহীন বিক্ষুব্ধ ফুলদানী!০১


পাখীর কন্ঠে করুণ সুর
পশুও ক্ষুব্ধ মানুষের প্রতি,
তৃষ্ণায় বাজেনা জলের নূপুর
ভ্রষ্ট হতে চলেছে সত্যবতী!০২


মানুষ তো আর মানুষ নেই
প্রজাপতি পায় না ঘাসফুল,
সমূদ্র গর্জন এ প্রাণ কাঁদাবেই
সবুজে ঝরে শোক বড়ই ব্যাকুল!০৩


প্রজন্মের কল্যাণ চায় না মানুষ
স্বার্থন্ধ তার দৃশ্যমান প্রগতি,
পাশবিক হিংস্রতায় অনেকেই বেহুঁশ
নিজের হিতে করে বিপরীত দুষ্ট দুর্মতি!০৪


আত্মঘাতীকে কেউ বাঁচাতে পারে না
বড়ই সূক্ষ্ম ও বিচিত্র নিসর্গ-কুমারী,
কাঁটাবিহীন কখনো গোলাপ ফোটে না
মনুষ্যত্বেই যাপিত শ্রেষ্ঠের জীবন সঞ্চারী!০৫