কখনো হয়তো ভাঙতে পারে দীপদানী
কিন্তু কখনোই নেভে না সত্যের শিখা,
সত্যের দীপদানী-মনীষিগন চিরঞ্জীব নন
তবু কালের ললাটে সারাক্ষণ হাসে সত্যের জয়টিকা!


কারাবন্দি থেকেও বিদ্রোহী নজরুল-
রুখে গেছে শাসক গোষ্ঠির সত্য পীড়ন,
বাংলার বুলবুলের গানে, জেগেছে জনপদ সবখানে
রবিঠাকুরও ঘৃণায়-দ্রোহে করেছে নাইট হুড বর্জন!


এই বাংলার প্রতিচিতের প্রতি রক্ত কণিকায়-
বীরদর্পে কাঁপে কবি সুকান্তের দুর্জয় ঘাঁটি,
আজো বিলে-ঝিলে সূর্যের প্রেমে ফোটে রক্তকমল
আজো খাঁটি আছে বীরাঙ্গনার অঙ্গে মাখা শহীদের মাটি!


সত্য ছিল, আছে এবং থাকবেও অনাদিকাল
আপন কক্ষপথে সূর্য ঘোরে অবিনাশী জ্যোতির্ময়,
প্রতিপ্রাণে প্রিয়ার প্রেমে হাসে আজন্ম স্বাধীন সত্বা
তাই সুন্দরের মাঝে সবাই ভালবাসে সত্য-যা মৃত্যুঞ্জয়!


মানব প্রেমের ফুলে ফোটে দেশপ্রেম, আসে বিশ্বশান্তি
অনিন্দ্য ললনার বুক থেকে তা বিনিন্দ্য বিস্তৃত সবপ্রাণে,
সত্যদীপ্তি আলোকোজ্জ্বল হাসায় যত হিমেল অন্ধকার-
জলে স্থলে নভোমন্ডলে সমুজ্জ্বল তা সবার মিলন গানে!