সভ্যতা গড়ে সভ্য মানুষ
অসভ্যে নয়,
আনন্দ তখন ঘোষণা করে
মানব বিজয়!০১


সৃষ্টিশীল মানুষ চিরদিন
সেরা কারিগর,
কাজ করে যায় সবল সুঠাম
মনের ভেতর!০২


বিশুদ্ধ মনে মুগ্ধ জন্মে
মুক্ত কৃষ্টি,
দগ্ধ কুঞ্জ যেমন ভেজায়
কাম্য বৃষ্টি!০৩


সত্য-সুন্দর চাই সতত
মনে প্রাণে ধ্যানে,
চাই আরও মানবিক বিকাশ
শুভ অভিজ্ঞানে!০৪


পাশবিক জয়ে মন ও স্বভাব
হবে গড়ে নিতে,
তবেই হাসবে সুশীল সমাজ
এই পৃথিবীতে!০৫