মেঘের মত জমা হয় দুঃখ গুলি
সমূদ্র-গর্জন পাঠায় তা আকাশে,
বৃষ্টি জলে রসময়ী মায়াময় গোধুলি
পাঠায় তা রাশি রাশি সন্ধ্যের বাতাসে!০১


মেঘের বিদ্যুতে চমকে উঠি আমি
বৃষ্টি ভেজা ফুলগুলো তাকায় শুভ্রচোখে,
ঝর্ণার ধ্বনি শুনি তৃষ্ণায় মঙ্গল কামী
বন্দনার অভিযাত্রা সতত আনন্দলোকে!০২


বোশেখে চেয়েছি বেদম কদম
সদ্যস্নাতা সতীকে চেয়েছি বহ্নিতাপে,
কদমের গানে গানে জানাই স্বাগতম
নির্মল জলধারা শুচি করুক মহাপাপে!০৩


মানুষ অমানুষ হলেও জীবন সত্য
মনুষ্যত্বের মহাদানে কেনই বা কলঙ্ক লেপন?
পাখীর উত্তেজনায় ফুলগুলো ফোটে প্রমত্ত
তার পরেও কেন ঘটেনা মানবিক জাগরণ?


মানুষ উন্মত্ত জীবনে প্রমত্ত পায়-
অবশ্যম্ভাবী মৃত্যুর হিমেল স্পর্শ,
হে মন-তুমি একবার ভাবো তা কম্পিত ইশারায়
একবার ভাবো- কাঁচের স্বর্গে তুমি কাঁটালে কত বর্ষ?০৫